
রংপুরে পৃথক বজ্রপাতে বৃহস্পতিবার সাবেক ইউপি সদস্যসহ তিনজন মারা গেছেন।
মৃতরা হলেন- রংপুর সিটি করোপরেশনের ১৫ নং ওয়ার্ডের দর্শনো ভুরারঘাট এলাকার বাসিন্দা মৃত কাজী উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে কৃষক এনামুল হক (৩৫) এবং বদরগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের তবারক আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৮)।
তাজহাট থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতের মধ্যেই ওই তিনজন নিজ নিজ মাঠে কাজ করছিল।
মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.