
তুরস্কের জাতীয় বিমান আকাশে উড়ার রেকর্ড ভেঙেছে দেশটিতে তৈরি চালকবিহীন বিমান (ড্রোন) বায়রাক্তার টিবি-২। তুর্কির আকাশে একটানা ২ লাখ ঘণ্টা উড়ে এ রেকর্ড ভাঙে ড্রোনটি।
বুধবার দেশটির ড্রোন প্রস্তুতকারী এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দেশটিতে বিমানের উড়ার ইতিহাসে এটিই সবচেয়ে বেশি উড়ার রেকর্ড।
বায়কারের প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইট বার্তায় বলেন, আমাদের জাতীয় বিমানের ইতিহাসে আরেকটি রেকর্ড ভেঙেছে বায়রাক্তার টিবি-২। তুরস্কের আকাশে বায়রাক্তার ২ লাখ ঘণ্টা উড়েছে। এটি জাতীয় বিমানের উড়ায় সবচেয়ে দীর্ঘ সময়। আমার আকাশ মুক্ত ও স্বাধীন।
ড্রোনটি বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলার অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোনটি রফতানি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ২০১৪ সাল থেকে এটি তুর্কির সামরিক ও পুলিশ বাহিনী সফলতার সঙ্গে ব্যবহার করে আসছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.