
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস একারণে বহু ইতালি প্রবাসী ইতালিতে ফেরত যেতে পারেন নাই , ইতালিতে লকডাউন শিথিল করার পরে অনেক কর্মস্থল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে । তাই জরুরি প্রয়োজনে
গতকাল শুক্রবার ১২ ই জুন বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮৭ জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে অবশেষে ইতালি পৌঁছেছেন ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহের খন্দকার জানান বেলা সোয়া 12 টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮৭ জন নিয়ে বিশেষ করে একটি ঢাকা ত্যাগ করেন ।
ইতালি প্রতিনিধি সাপ্তাহিক প্রবাস কন্ঠ মিনহাজ হোসেন সামাজিক গণমাধ্যম ফেসবুক লাইভে জানান ।
বহুলঙ্খাকিত ঢাকাটু রোম চার্টার ফ্লাইট রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে অবতরন করলে প্রবাসীদের সাথে কুশল বিনিময় করছেন বাংলাদেশ দূতাবাস ইতালী রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সহ জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ সহ আরো অনেক কমিউনিটির নেতৃবৃন্দেরা ।
তবে ইতালির প্রশাসনের নির্দেশে অনুযায়ী সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন ঘরে থাকার নির্দেশ প্রদান করেন ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.