
ডিসেম্বরের শুরুর দিকে করোনার টিকাদান প্রকল্প শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রোববার সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে এগুলো পাঠানোর সক্ষমতা অর্জন।’
স্লাউই বলেন, ‘তাই আমি আশা করছি অনুমোদন পাওয়ার দ্বিতীয় দিন, ১১ বা ১২ ডিসেম্বর’ থেকে এটি দেওয়া শুরু হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টিকার অনুমোদনের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন ৮ থেকে ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.