
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৫০০ কেজি ওজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বৃটিশ বোমা উদ্ধার করা হয়েছে। রোববার উদ্ধার বোমাটিকে নিষ্ক্রিয় করতে দুর্ঘটনায় আশঙ্কায় সরানো হয় ১৩ হাজার বাসিন্দাকে।
জানা গেছে, ফ্রাঙ্কফুর্টের একটি এলাকা থেকে ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) ওজনের ওই ব্রিটিশ বোমা উদ্ধার করা হয়।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার হয় পোল্যান্ডের সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায়। তখনও ৭৫০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। না হলে কোরো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
ওই বোমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি টলবয় বোমা। যার ওজন ৫৪০০ কেজি। এই বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।
জানা গেছে, নৌ-বাহিনীর কর্মকতারা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন সে সময় বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্ত হননি।
নৌ-বাহিনীর এক কর্মকতা জানিয়েছেন, ওই বোমাটিকে বিস্ফোরণের জন্য পানির তলায় ১২ মিটার গভীরে নেয়া হচ্ছিল। তবে পানির মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.