
চীনের ওপর চাপ প্রয়োগ করতে আগামী বছরের শুরুর দিকে দেশটির জলসীমার কাছাকাছি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও ভারত।
ভারতীয় বিমান বাহিনীর সূত্রের বরাতে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। চীনের বিমানবাহী রণতরীগুলোর অবৈধ আধিপত্যে বিস্তার প্রতিহত করার লক্ষ্যে এ কাজ করবে ভারত।
তবে, চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয় বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটনে।
চীনা দৈনিকটি সেদেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে বলেছে, চীনের আশপাশে বিদেশি শক্তিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না।
ভারতের সঙ্গে সীমান্ত ইস্যুতে গেল কয়েক মাস ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। প্রায় দুদেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উত্তেজনা পরিহারে বেইজিং-নয়াদিল্লি বেশ কয়েকবার আলোচনায় বসলেও তেমন কোন অগ্রগতি হয়নি। এরই মধ্যে দেশটির সমুদ্র সীমার কাছাকাছি বিমানবাহিনীর রণতরী পাঠানোর ঘোষণা দিল ভারত।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
☏ +390418941763, +393477500951 (Whatsapp, Imo)
info@newsitalbangla.com/
Head office: Via Teatro vecchio 8 Mestre centro 30173, Venice, Italy
Dhaka Office: 448 Dania, Dhaka-1236, Bangladesh.